পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব কৌশলগতভাবে অত্যাবশ্যক বলে জানিয়েছেন গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জসিম আলবুদাইভি। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা আদোলুর।
জিসিসিভুক্ত দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।