চাঁদা না পেয়ে টেম্পুস্ট্যান্ডে ভাঙচুর যুবদল নেতাকর্মীর

জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে চাঁদা না পেয়ে টেম্পুস্ট্যান্ডে ভাঙচুর চালিয়েছেন যুবদলের ন্থানীয় নেতাকর্মীরা। সংগঠনের জেলা শাখার সহসভাপতি মাসুদুর রহমান লিমনের নির্দেশে মঙ্গলবার বিকেলে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এ হামলা হয়েছে। এ সময় কমপক্ষে ১৬টি মাহেন্দ্র গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত চালকরা এ তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫০-৬০ দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ে টেম্পুস্ট্যান্ডে হামলা চালিয়ে সেখানে যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমাণ কমপক্ষে ১৬টি গাড়ি ভাঙচুর করে।