ইউরোপে গত বছর গরমের তীব্রতা যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গ্রীষ্মকালে তীব্র গরমে প্রাণ হারিয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট সার্ভিসের তথ্য অনুসারে ২০২৪ সালের গ্রীষ্মকাল ছিল ইউরোপের রেকর্ডতম উষ্ণতম,যা ইউরোপের ইতিহাসে ছিল বিস্ময়কর।
আন্তর্জাতিক সাময়িকী নেচার মেডিসিনের করা এক নতুন গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের মাত্র চার মাসে তীব্র তাপপ্রবাহের কারণে ৬২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। যাদের মধ্যে বয়স্ক ও নারীর সংখ্যা সবচেয়ে বেশি।
গবেষকরা বলছেন, তাপমাত্রার এমন বৃদ্ধি মহাদেশজুড়ে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা তৈরি করছে।