মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুমারখালীতে রিদয় হত্যার খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫ ৩:১৮ পূর্বাহ্ণ

আলী হোসেন ( কুমারখালী ) কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর শহরের এলঙ্গী রেলপাড়ার ইউনুস আলীর ছেলে রিদয় (১৫) হত্যার খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী । হত্যার বিচার দ্রুত না হলে ; কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করা এলাকাবাসী ।

২৫ ই আগষ্ট সোমবার সন্ধ্যায় পৌর শহরের ২ নং ওয়ার্ডের এলঙ্গী রেলপাড়া জামে মসজিদ ঈদগাঁ মাঠে এই সমাবেশ হয়। সোমবার সন্ধায় পৌর শহরের ১,২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ,ছাত্র-শিক্ষক, আলেম-ওলামা, ব্যবসায়ী – শ্রমিক ও স্থানীয় রাজনৈতিক- সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

প্রতিবাদ সমাবেশে শুরুর আগেই সমাবেশস্হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এসময় খন্ড খন্ড মিছিল নিয়ে শত-শত নারী-পুরুষকে আসতে দেখা যায়। এ-সব মিছিল থেকে রিদয় হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

প্রতিবাদ সমাবেশে রিদয় হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বক্তৃতা করেন, কুমারখালীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের নাগরিকরা । এসময় বক্তারা বলেন, কুমারখালীর আইনশৃঙ্খলা আগের যেকোনো সময়ের চেয়ে খারাপ। প্রশাসন দায়সারা দায়িত্ব পালন করছেন। সমাজের কিশোর গ্যাংরা দাপিয়ে বেড়াচ্ছে, এদের নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ দেখছি না। বক্তারা এসময় আরো বলেন, সামান্য একটা পাখিভ্যানের লোভে কিশোর বয়সের একটা ছেলেকে নির্মম ভাবে খুন করা হয়েছে। এই কিশোর গ্যাংদের মস্তিষ্কের চরমভাবে বিকৃতি ঘটেছে। যার কারনে, সমাজে সামাজিক নিরাপত্তা বলতে আজ কিছু নেই। এইভাবে একটা সমাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না।
এসময় বক্তারা আরো বলেন, অবিলম্বে রিদয় হত্যার সাথে আরো কারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার স্বার্থে পুলিশের তৎপরতা বাড়াতে হবে।

সূত্রে জানা যায়, গত ১৭ ই আগষ্টে রবিবার দুপুরে রিদয় বাড়ী থেকে পাখিভ্যান নিয়ে বের হয়ে সান্ধায় ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে ১৮ ই আগষ্ট সোমবার থানায় জিডি করতে গেলে নিহিত রিদয়ের পরিবার জানতে পারে, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর চরে এক কিশোরের মরদেহ পাওয়া গিয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারে ঐটা রিদয়ের মরদেহ। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরপরই পুলিশ রিদয়ের মরদেহ উদ্ধার করেন এবং অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার সহ রিদয়ের পাখিভ্যান উদ্ধার করেন।

রিদয় হত্যার খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন , কুমারখালী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, উপজেলা জামায়াতের নায়েবি আমীর ও কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা আমীর ফজলে নূর ডিকো, পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, সেক্রেটারি কামাল হোসেন, পৌর জামায়াতের নেতা আকমল হোসেন মোল্লা, রবিউল ইসলাম রবি, হাফেজ মাওলানা জুলফিকার আলী, শহিদুল ইসলাম মাস্টার,কুমারখালী প্রেসক্লাবের সেক্রেটারি সোহাগ মাহমুদ, সহ নিহিত রিদয়ের বাবা ইউনূস আলী, মা মোছাঃ নার্গিস।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ওলামা নেতা হাফেজ মাওলানা আব্দুস সালাম, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা, ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ফরিদ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

হাইওয়েতে ১০৪৩ ডাকাত

আজকের আবহাওয়া: রাজধানীসহ কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা, জনজীবনে অস্বস্তি

‘জামায়াতে ইসলামী সিলেকশন নয়, ইলেকশন চায়’

ডাকসু নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন রাকিব

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

ছিনতাইকারীর হামলায় গোবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ অধ্যাপক

সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

রাকসু নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার ছাত্রদল নেতা মিঠুর