প্রেমের গানে সিদ্ধহস্ত কুমার শানু। তাঁর গান শুনে প্রেমে পড়েছে গোটা একটা প্রজন্ম। কিন্তু সেই মানুষটার জীবনেই রয়েছে অনেক উত্থান পতন। আশির দশকের মাঝামাঝি সময়ে রীতা ভট্টাচার্যর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন কুমার শানু। কিন্তু দুজনের দাম্পত্য সুখের হয়নি। দীর্ঘদিনের তিক্ততার পরিণতি ছিল ডিভোর্স।
সম্প্রতি ইন্ডিয়ান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে গায়কের প্রাক্তন স্ত্রী অভিযোগ করেন, যখন ছোট ছেলে তাঁর গর্ভে ছিল সেইসময় শানু ও তাঁর পরিবার রীতার উপর নির্যাতন করেছিল। তিনি আরও অভিযোগ করেছিলেন যে আশিকির সাথে খ্যাতি অর্জনের পরে হঠাৎ করেই স্ত্রীর প্রতি গায়কের আচরণ পুরোপুরি পরিবর্তিত হয়েছিল।
রীতা ভট্টাচার্য বলেছেন যে গর্ভাবস্থায় কুমার শানু তাঁর উপর নির্যাতন করেছিলেন। রীতা দাবি করেন যে কুমার শানু খুব নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিতেন না। তিনি আরও প্রকাশ করেন, গায়কের বোন তাঁর নিজের স্বামী-সন্তান ছেড়ে দাদার সংসারে পড়ে থাকত। শুধু তাই নয়, কুমার শানুর সাথে একই ঘরে ঘুমাত তাঁর বোন, অন্যদিকে বাচ্চাদের সাথে অন্য ঘরে ঘুমাতেন রীতা।