বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকারটি মঙ্গলবার সকাল ৯টায় প্রকাশ করা হয়।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়— বিগত আওয়ামী সরকারের সময় ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল তা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির নীতি কী হবে?
প্রশ্নোত্তরে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। আমি আগে দেশের স্বার্থ অর্থাৎ বাংলাদেশের স্বার্থ দেখব। সেটাকে রেখে সামনে আগাব।
ভারতের সঙ্গে বাংলাদেশের কেমন সম্পর্ক হওয়া উচিত?
প্রশ্নোত্তরে তারেক রহমান বলেন, আমি অবশ্যই দেশের হিস্যা, মানুষের হিস্যা ও পানির ন্যায্যা হিস্যা চাই। আমি দেখতে চাইনা আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা মেনে নেব না। ফেলানির উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছি— আমার মানুষের ওপর আঘাত আসলে সেটাকে সহজেই মেনে নিব না।