রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুয়েটে নিজের স্বার্থে যায়নি দলের স্বার্থে গেছিলো মাহবুবের স্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ

মাহবুবের স্ত্রী এরিন সুলতানা বলেন, ‘কুয়েটের ঘটনায় সে দলের নির্দেশে গিয়েছিল, নিজের স্বার্থে না।’

এদিকে হত্যাকাণ্ডের পেছনে নানা সন্দেহ, পুরোনো-নতুন দ্বন্দ্ব ও আধিপত্যের সংঘাতের বিষয়গুলো আলোচনায় এসেছে। ছায়া তদন্তে যুক্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, আধিপত্য বিস্তার, প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের, চাঁদাবাজি, দলীয় কোন্দল, মাদক ব্যবসা, চরমপন্থীদের সঙ্গে সম্পর্ক, কুয়েটের সংঘর্ষের ঘটনাসহ বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চলছে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় বেপরোয়া আচরণ, দখল, জমি বিক্রির সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে মাহবুবের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ ছিলেন তিনি। পাশাপাশি এক চরমপন্থী নেতা ছিলেন মাহবুবের আত্মীয়। এসব কারণে এলাকায় মাহবুবের প্রভাব ছিল। আধিপত্য নিয়ে স্থানীয় কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তাঁর বিরোধ ছিল। মাদক বাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা ও চাঁদাবাজির কারণেও মাহবুব একাধিক গ্রুপের টার্গেটে পরিণত হন। মাহবুব যে গাড়ি ব্যবহার করছিলেন, কিছুদিন আগে সেটি এক যুবলীগ নেতার কাছ থেকে অল্প দামে কিনেছিলেন।

সর্বশেষ - ধর্ম