জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ” অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে আজ ১৮ আগস্ট ২০২৫ তারিখ বেলা ১২টায় মাথাভাঙ্গা নদী, পুলিশ পার্ক, চুয়াডাঙ্গায় মাছের পোনা অবমুক্তকরণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার মহোদয় বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। নদ-নদী, খাল-বিল ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য মৎস্যসম্পদ ধরে রাখতে হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা;
জনাব মোঃ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা, চুয়াডাঙ্গাসহ জেলা মৎস অফিসের কর্মকর্তাবৃন্দ।