মাদরাসা শিক্ষা যুগোপযোগীকরণ, সম্প্রসারণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে মাদরাসার নবম শ্রেণিতে এই বিভাগ চালুর প্রস্তুতি নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। আগ্রহী মাদরাসাগুলোকে আবেদনের জন্য আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক আমার দেশকে বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থায় একসময় একমুখী তথা শুধু মানবিক বিষয় চালু ছিল। পরবর্তীতে বিজ্ঞান বিষয় চালু হয়। বিজ্ঞানের মাধ্যমে মাদরাসাপড়ুয়া ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে; বিভিন্ন দেশে যাচ্ছে।