বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

‘JnU CMS’–এ যুক্ত হলো ক্লাস মনিটরের ডাটাবেইস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার হাদিসুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো ক্লাস মনিটর (Class Representative – CR) তথ্য ডিজিটাল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম (JnU CMS) সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে প্রত্যেক বিভাগের মনোনীত ক্লাস মনিটরের নাম, সেমিস্টার ও অন্যান্য তথ্য সংরক্ষিত থাকবে অনলাইন ডাটাবেইসে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সকল বিভাগীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দ্রুততম সময়ে বিভাগের মনোনীত ক্লাস মনিটরের তথ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পোর্টাল (https://student.jnu.ac.bd
) এর মাধ্যমে CMS-এ আপলোড করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এ পদক্ষেপের মাধ্যমে ক্লাস মনিটরের কার্যক্রম আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক ভূমিকা সুসংগঠিত করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন,
“প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শুধু প্রশাসনিক স্বচ্ছতাই বাড়াবে না, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের প্রক্রিয়াও আরও গতিশীল করবে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের এক বড় পদক্ষেপ।”

শিক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি এক নতুন দিগন্ত উন্মোচনের দৃষ্টান্ত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি একটি রোল মডেল হিসেবে কাজ করবে।

সর্বশেষ - ধর্ম