চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ) সৌমিত্র সাহা, এএসআই(নিঃ) মোঃ আবু আল ইমরান, সকলেই জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ৩০ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ১৬:৪৫ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন হাট কালুগঞ্জ সাকিনস্থ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মহম্মদ মহাবুল মন্ডল (৩৮), পিতা- মৃত মোজাহার মন্ডল, মাতা- আনোয়ারা বেওয়া, সাং-চকরামপ্রসাদ, পোস্ট-হরেকৃঞ্চপুর, থানা- সাগরপাড়া, জেলা-মুর্শিদাবাদ(ওয়েস্ট বেঙ্গল ৭৪২৩০৫) দেশ-ভারত এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০৪ (চার) বোতল ভারতীয় মদ পেয়ে আসামীকে গ্রেফতার পূর্বক অবৈধ মাদকদ্রব্য ভারতীয় মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক পৃথক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
