বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইউনিয়ন কৃষকদলের কমিটি প্রত্যাখান করলো উপজেলা বিএনপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ণ

দামুড়হুদা উপজেলার পাঁচটি ইউনিয়নে নবগঠিত কৃষক দলের কমিটি প্রত্যাখ্যান করেছে উপজেলা বিএনপি। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কৃষক দলের পাঁচটি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এসব কমিটি গঠনের বিষয়ে উপজেলা বা ইউনিয়ন বিএনপির কোনো নেতা-কর্মীকে জানানো হয়নি। নতুন কমিটিতে এমন অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ করার অভিযোগ রয়েছে। আবার অনেকেই কখনো দলীয় কার্যক্রমেও যুক্ত ছিলেন না। এতে অযোগ্য ব্যক্তি ও স্বজনপ্রীতির মাধ্যমে সংগঠনে বিভাজন তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই পাঁচটি ইউনিয়ন কমিটি বাতিল করতে হবে। একই সঙ্গে গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন করে কমিটি গঠন করতে হবে। এ সিদ্ধান্ত জেলা বিএনপিকে অবহিত করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত