শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রধান তিন প্রার্থী জিতবে।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রধান তিন প্রার্থী জিতবে।

শিবির মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম পাবেন ৪১.৯ ভাগ ভোট, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ পাবেন ৩২.১ ভাগ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মহিউদ্দিন খান পাবেন ৫২.৯ ভাগ ভোট। যা অন্যান্য যেকোনো প্রার্থীর চেয়ে তুলনামূলক কয়েকগুণ বেশি।

ন্যারেটিভ’ নামে একটি সংগঠনের প্রাক-নির্বাচনী জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করে সংগঠনটি।

জরিপ থেকে প্রাপ্ত ফলাফলের মধ্যে রয়েছে- ভোট দিতে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা ৯৪.৮ ভাগ এবং বাকি ৫.১৮ ভাগ আগ্রহী না। ভিপি পদে কাকে ভোট দেবেন তা এখনো সিদ্ধান্ত নেননি ২৪.৭ ভাগ এবং বাকি ৭৫.৩ ভাগ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে শামীম হোসেনের (স্বতন্ত্র) পক্ষে ১৬.৫ ভাগ, আবু সাদিক কায়েমের (শিবির) পক্ষে ৪১.০৯ ভাগ, আবিদুল ইসলাম খানের (ছাত্রদল) পক্ষে ১৩.০৯ ভাগ এবং উমামা ফাতেমার (স্বতন্ত্র) পক্ষে ৮.৮ ভাগ ভোট দেবেন।

ফলাফলে আরো জানা গেছে- সাধারণ সম্পাদক (জিএস) পদে কাকে ভোট দেবেন তা ঠিক করেছেন ৬৬.১ ভাগ শিক্ষার্থী এবং ৩৩.৯ ভাগ শিক্ষার্থী এখনো ঠিক করেননি। সিদ্ধান্ত নিয়েছেন এমন শিক্ষার্থীদের মধ্যে আরাফাত চৌধুরীর (স্বতন্ত্র) পক্ষে মতামত দিয়েছেন ১৬.১ ভাগ, মেঘমল্লার বসুর (বাম) পক্ষে ৯.১২ ভাগ, এসএম ফরহাদের (শিবির) পক্ষে ৩২.১ ভাগ, তানভীর বারি হামিমের (ছাত্রদল) পক্ষে ১৬.১ ভাগ এবং আবু বাকের মজুমদারের (বাগছাস) পক্ষে ১৩.৭ ভাগ রয়েছেন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ভোট দেওয়ার ব্যাপারে এখনো মনঃস্থির করেননি ৪০.৮ ভাগ শিক্ষার্থী। মনঃস্থির করেছেন এমন শিক্ষার্থীদের মধ্যে এজিএস পদে তানভীর আল হাদি মায়েদের (ছাত্রদল) পক্ষে মতামত দিয়েছেন ১৫.৯ ভাগ, মহিউদ্দিন খানের (শিবির) পক্ষে ৫২.৯ ভাগ, আশরেফা খাতুনের (বাগছাস) পক্ষে ৯.৪৯ ভাগ এবং জাবির আহমেদ জুবেলের (বাম) পক্ষে ৪.০৭ ভাগ রয়েছেন।

সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন ‘ন্যারেটিভ’ এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ মোহাম্মদ রুহেল।

তিনি বলেন, “সার্বিকভাবে জরিপে ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ এগিয়ে আছে বলে মনে হচ্ছে। তবে যেহেতু এটি কেবল আবাসিক শিক্ষার্থীদের মধ্যে করা হয়েছে, বিপুল সংখ্যক অনাবাসিক শিক্ষার্থীদের মতামত এখানে প্রতিফলিত হয়নি।”

জরিপের পদ্ধতি নিয়ে তিনি বলেন, “গত ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা জরিপে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন ও টপ-থ্রি পজিশন নিয়ে কে কি ভাবছেন তা জানতে চেয়েছি। এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা সর্বমোট ১৪টি হল (চারটি মেয়েদের ও ১০টি ছেলেদের) থেকে ৫২০টি স্যাম্পল নিয়েছিলাম। প্রত্যেক হল থেকে ৪০ টি করে ডেটা সংগ্রহ করার চেষ্টা করেছি। তবে গড়ে ৩৮টির মতো ডেটা সংগ্রহ করা হয়েছে।”

তিনি আরো বলেন, “আমাদের স্যাম্পলিং ছিল স্ট্রার্টিফাইড র‌্যান্ডম এবং আমরা সরাসরি হলগুলোতে গিয়ে ডেটা সংগ্রহ করেছি, যাতে সিলেকশন বায়াস না থাকে। ডেটা বিশ্লেষনের ক্ষেত্রে আমরা একদম প্রফেশনাল হেল্প নিয়েছি। এ ক্ষেত্রে, মোট ভোটারদের মধ্যে যারা ভোট দেবেন বলে মনস্থির করেছেন, তাদের সংখ্যা বের করা হয়েছে। এরপর প্রতিটি পদের জন্য যারা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন, তাদের আলাদা করে চিহ্নিত করা হয়েছে।”

রুহেল বলেন, “এই ভোটারদের মধ্য থেকে যে পাঁচজন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, তাদের বেছে নেওয়া হয়েছে। বাকি সব প্রার্থীকে ‘অন্যান্য’ নামে একটি গ্রুপে রাখা হয়েছে। এরপর প্রাপ্ত ভোটকে মোট নির্ধারিত ভোটের শতকরা হিসাবে গণনা করা হয়েছে।”

রুহেল আরো বলেন, “লিঙ্গ, হল, বিভাগ ও প্রত্যাশা অনুযায়ী বিশ্লেষণ করার জন্য প্রতিটি শ্রেণি (যেমন- পুরুষ, নারী, প্রতিটি হল, প্রতিটি বিভাগ এবং প্রত্যাশা) থেকে দেওয়া ভোটকে ১০০ শতাংশ ধরা হয়েছে। এরপর প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট এই শ্রেণিগুলোর মধ্যে কত শতাংশ, তা হিসাব করা হয়েছে।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়ক পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

যশোরে আশংকা জনক হারে বাড়ছে এইডস ২মাসে শনাক্ত ৮

চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ (চুসাপ) পেকুয়া নেতৃত্বে মোহাম্মদ দেলোয়ার হোসাইন-মোহাম্মদ কাইছার

বিএনপি নেতা সালাহউদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পেকুয়ায় ছাত্রদলের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল…

মায়ের পাশে দাড়ানো মেয়েটি পরীক্ষায় বসতে পারবে রবিবার

প্রক্টরের বিরুদ্ধে সার্টিফিকেট তোলার আবেদন পত্র আটকে রাখার অভিযোগে গোবিপ্রবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

কোটিপতি ৩ ঝাড়ুদারের ঢাকায় ফ্ল্যাট-প্লট, বিদেশে পড়ে সন্তান