অবিরাম বোমা বর্ষণ আর স্থল অভিযানে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা সিটি। রোববার অবরুদ্ধ গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি হামলায় একই পরিবারের কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
রোববার ভোরে সাবরা এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান কয়েকটি বাড়িতে বোমা হামলা চালায়। হামলার পর এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরো অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে হয়তো ৫০ জন পর্যন্ত আটকা রয়েছেন।
