উপজেলা প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)


খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৪ জনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এবং সিএনজি চালক গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।