“জুলাই সব মানুষের স্বপ্নের জায়গা, আমাদের যে শাসনের শৃঙ্খলা ছিল। আগামীতে কেউ যদি ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তার জন্য জুলাই একটি শক্তিশালী বার্তা। আমাদের যখন দরকার ছিল, তখন আমরা এই জুলাই সনদ পাইনি। আমরা আশা করব জুলাইয়ের যে সনদ, তাতে সব মত-পথের মানুষের প্রতিফলন থাকবে। শাপলায় যারা মারা গেল, মোদিবিরোধী আন্দোলনে যারা মারা গেল, জুলাইয়ে যারা মারা গেল, তাদের চিন্তার আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ‘প্রাগ – তরুণ ইন্টেলেকচুয়ালদের পাঠশালা’—আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র : শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এই বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।