ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে চায়ের আড্ডা দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে তিনি শিক্ষার্থীদের সাথে চায়ের আড্ডা দেন।
ঐদিন শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসেন।
আবু সাদিক কায়েম বলেন, ইবিতে অনেক রক্তের ইতিহাস আছে। ফ্যাসিস্টদের টার্গেটের অন্যতম একটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসকে গুম করেছে হাসিনার পেটুয়া বাহিনী। মজলুম মা-বাবা এখনো তাদের খোঁজে রয়েছে।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। বিজয় হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা বাধ্য করবো।
তিনি বলেন, জুলাই আন্দোলনে ইবির শিক্ষার্থীরাও অগ্রণী ভূমিকা পালন করেছে। আবু সাঈদ-মুগ্ধের উত্তরসূরীরা এখনো প্রস্তুত রয়েছে। আমাদের বিপ্লব পূর্ণাঙ্গ না হওয়া অব্দি আমরা থামবো না। আমরা সকলে যেন সর্বদা ঐক্যবদ্ধ থাকতে পারি। পুরো জাতি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি তাদের দিকে তাকিয়ে আছে।