স্টাফ রিপোর্টার

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কোরআন শরীফ অবমাননার ঘটনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এই নিন্দা জানান।
তারা বিবৃতিতে বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে এমন জঘন্য দুঃসাহস এই জাতির ঈমানী চেতনাকে উপহাস করার শামিল। এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড কোনভাবেই বরদাশতযোগ্য নয়।
ছাত্র জমিয়ত নেতারা বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি,অপরাধীকে অবিলম্বে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির মুখে না ঠেলে বরং ‘সেইফ এক্সিট’ দিয়ে পার পাওয়ার সুযোগ করে দিয়েছে। এই ভূমিকা শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয় বরং দেশের মুসলমানদের ঈমানী আবেগ-অনুভূতির প্রতি প্রকাশ্য অবমাননা।


















