শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জাতীয় সমাবেশে জনদূর্ভোগ হওয়ায় অগ্রিম ক্ষমা চাইলো জামাত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার অনুষ্ঠেয় জাতীয় সমাবেশের কারণে যানজট ও জনদুর্ভোগের আশঙ্কায় অগ্রিম ক্ষমা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকালে সমাবেশ স্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, আজ রাত থেকে লাখ লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নিতে ঢাকায় আসবেন। ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে, সেই দুর্ভোগ যতটা সম্ভব সীমিত রাখতে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্ভোগের জন্য আমিরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীবাসীসহ দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এখন বর্ষাকাল, তাই আবহাওয়ার বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি সাজানো হচ্ছে। আমি সবার কাছে, বিশেষ করে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই। আমরা যেন সমাবেশটি যথাযথভাবে সম্পন্ন করতে পারি।

তিনি বলেন, সমাবেশ নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করেছি। তারা সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা দেবেন বলে আশ্বস্ত করেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ট্রাফিক বিভাগের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকার বাইরে থেকে আগত বাসগুলো কোন কোন স্থানে থামবে সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, সমাবেশকে ঘিরে ৬ হাজারের মতো স্বেচ্ছাসেবক আটটি বিভাগের দায়িত্ব পালন করছেন। তারা সমাবেশস্থলের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও আগত অতিথিদের সেবা দিতে কাজ করবেন।

জামায়াতের এই নেতা বলেন, সমাবেশ স্থলে অন্তত ৫০ থেকে ৬০ হাজার বোতল পানির সরবরাহ করা হবে। আগতদের জন্য স্যানিটেশন ব্যবস্থা, অজু করার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনায় রংপুরজুড়ে তোলপাড়

শৈলকূপা পৌরসভা যেন দুর্নীতির আখড়া। ভুগান্তিতে মানুষ দেখার কেউ নেই

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ অধ্যাপক

জামাত ইসলামির আমীর সুস্থ আছেন সবার কাছে দোয়া চেয়েছেন

ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে: এ্যানি

টানা বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দর এলাকায় হাঁটু পানি

গাজায় দুর্ভিক্ষ সর্বোচ্চ পর্যায়ে গেছে। অনাহারে মৃতের সংখ্যা ৩১৩

বরগুনায় দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার গেলে বিএনপি নেতাকর্মীরা

ডাকসু-জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ: রিজভী

খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে:উমামা ফাতেমা