প্রতিনিধি, ঢাবি
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসভিয়ার প্রকাশিত বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় (Top 2% Scientists 2025) স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন অধ্যাপক। দেশে এটিই সর্বোচ্চ সংখ্যা। গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন মাত্র ১০ জন গবেষক, চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ। অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে স্বীকৃত গবেষকের সংখ্যা।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এই তালিকায় গবেষকদের প্রকাশিত প্রবন্ধের সংখ্যা, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণায় ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাবের মতো সূচকগুলো বিবেচনা করা হয়েছে। গবেষণা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় এর প্রভাবকেই এই তালিকা প্রতিফলিত করে।
