চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজনে জেলা কার্যালয় সম্মেলন কক্ষে আজ ০২ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪–এর প্রেক্ষাপটে আয়োজিত এ অনুষ্ঠানে “Mothers of July”, “জুলাই অনির্বাণ”সহ ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত একাধিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে সেই সময়ের সাহসী ভূমিকা পালনকারী পরিবারগুলোর ত্যাগ ও সংগ্রামকে স্মরণ করা হয়। “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এই ব্যতিক্রমী আয়োজন অভিভাবকদের সম্মানে এক গভীর শ্রদ্ধা নিবেদন হিসেবে পরিগণিত হয়। এই আয়োজনটি ছিল একটি ঐতিহাসিক অধ্যায়ের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়াস, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশপ্রেম ও মুক্তির চেতনায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
