গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৪৮ সালের কনভেনশনে গণহত্যাকে ‘একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও লিখেছেন, জাতিসংঘের একটি নতুন কমিশনের প্রতিবেদনে বিস্তারিত এবং সরাসরি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই অপরাধের জন্য ইসরাইল দায়ী। আর কোনও অজুহাত বা প্রচারণার আড়ালে লুকিয়ে থাকা চলবে না।
তিনি আরও লিখেছেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং মানবিক নৈতিকতায় নিহিত প্রকৃত পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বকে এখনই তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে সকল অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক উপায় ব্যবহার করে তাৎক্ষণিক এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ইতিহাস আমাদের নৈতিক ও সাহসিকতার সাথে কাজ করার অনেক শিক্ষা দেয়, এমনকি যখন এটি সবচেয়ে সহজ পথ নাও হতে পারে। ফিলিস্তিনিদের অস্তিত্বই যখন ঝুঁকির মুখে থাকে তখন আমরা পাশে থাকতে পারি না।
তিনি আরও লিখেছেন, রাষ্ট্রগুলির কাছে পরিবর্তন আনার হাতিয়ার রয়েছে। তারা সবসময় তা করে। আমি আশা করি যে বিশ্বজুড়ে বাংলাদেশিরা, বাংলাদেশে থাকুক বা বিদেশে, তাদের সম্মিলিত কণ্ঠস্বর ব্যবহার করে কথা বলবেন, পদক্ষেপ নেবেন এবং নিশ্চিত করবেন যে তাদের নেতারা ইসরায়েলের নৃশংস ধ্বংসের মুখে ফিলিস্তিনের পাশে দাঁড়াবেন।
