জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে চুয়াডাঙ্গা জেলার শহিদ মোঃ শাহারিয়া (শহিদ হন ২৩ জুলাই ২০২৪) এবং শহিদ মোঃ মাসুদ রানা (শহিদ হন ০৫ আগস্ট ২০২৪); উভয়ই নিউরোসাইন্স হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ বরণ করেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আজ ০৫ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ০৯:০০ টায় শহিদ পরিবারের স্বস্ব পারিবারিক কবরস্থানে জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এবং জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গা। এসময় শহিদ পরিবারের সদস্যগণ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ ০৫ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাদের সেই ভয়াল দিনের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা যে আত্মত্যাগ করেছেন তা প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
