০৭-০৯-২০২৫ খ্রি. ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটির ডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর হতে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ফিরোজ মিয়া সঙ্গীয় ফোর্স সহ বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে একটি নীল রঙের টাটা পিকআপ ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮ গাড়িতে বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ৪০০ (চারশত) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ তহিদুল ইসলাম তৌহিদ (২০), পিতা- মোঃ কফিল উদ্দিন, মাতা- মোসাঃ তাপসী বেগম, সাং- থৈকরের পাড়া , থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা, ২। মোঃ মোস্তাকিম (২২), পিতা-মোঃ মোজাফফর হোসেন বুড়া, মাতা-মোসাঃ শেফালী বেগম, সাং- যদুমনি, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী’দ্বয়ের হেফাজত হতে উপরোক্ত ফেন্সিডিলস উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
