সাতক্ষীরার আশাশুনির শুভজিৎ মণ্ডল সতেরো বছরের এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে যায়।
২০ দিনের মত আটকে রেখে বিক্রি করে দেয় পতিতালয়ে। পুলিশ মেয়েটিকে উদ্ধার করেছে পতিতালয় থেকে।
র্যাব পরিশেষে অভিযুক্ত শুভজিৎকেও গ্রেফতার করেছে। র্যাবের সংবাদ সম্মেলন থেকে জানা যাচ্ছে, শুভজিৎ মেয়েটির সাথে প্রেমের সময় নিজের ধর্মীয় পরিচয় গোপন করেছে।
নিজেকে মুসলিম পরিচয় দিয়েই সে প্রেম করেছে। এটা কেবল প্রেমের ঘটনা না। প্রেম করলে কেউ পতিতালয়ে বিক্রি করে দেয় না।
তবে প্রেমের ফাঁদে ফেলে পতিতালয়ে বিক্রি করে দেওয়ার ঘটনাও নতুন না। এই অপরাধ গা শিউরে ওঠার মত। যে অপরাধ করেছে সেই অপরাধী।
ব্যক্তির অপরাধের দায় সম্প্রদায়ের না। তবে এই অপরাধের ক্ষেত্রে সাম্প্রদায়িকতা অণুঘটক হিসেবে কাজ করেছে কি না এর তদন্ত হওয়া উচিত।
ব্যক্তি হিসেবে সে কোনও উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত কি না এসবও খতিয়ে দেখা দরকার। উগ্র বিপথগামীতা তাকে উদ্বুদ্ধ করেছে কি না তাও জানা উচিত।
