টাইমস অব ইন্ডিয়ার বিশ্লেষণ
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি সই করা হয়েছে বুধবার। এ চুক্তি অনুযায়ী যদি দুটি দেশের মধ্যে একটি হামলার শিকার হয় তবে তা উভয় দেশের ওপর হামলা বলে গণ্য হবে। দুই দেশ একত্রে সেই হামলা প্রতিহত করবে।
গত ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় ইসরাইলি হামলার পরপরই দুই দেশের মধ্যে এ চুক্তি সই করা হয়েছে। ইসরাইলের ওই হামলায় পুরো আরব বিশ্বে ক্রোধ ছড়িয়ে পড়েছে।
চুক্তির জেরে পরমাণু শক্তিধর পাকিস্তান এখন সৌদি প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হয়ে পড়েছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কৌশলগত সমীকরণসমূহ নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তি সই করেন। চুক্তি সইয়ের এ অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উপস্থিত ছিলেন, যার মাধ্যমে চুক্তির বিষয়ে দেশটির সামরিক বাহিনীর সমর্থন প্রকাশ পেয়েছে।
