সিরিয়ার আকাশপথে বিমান চলাচলে ৩৭% বৃদ্ধি

সিরিয়ান সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, শুধু আগস্ট মাসেই (১–৩১ আগস্ট) সিরিয়ার আকাশপথ দিয়ে ৫,৩২৬টি বিমান চলাচল করেছে।
এটি জুলাই মাসের তুলনায় প্রায় ৩৭% বৃদ্ধি।
আঞ্চলিক সংঘাত এবং নিরাপত্তাজনিত অনিশ্চয়তার মধ্যেও সিরিয়ার আকাশপথে ট্রানজিট ব্যবহারের হার বেড়েছে।
এতে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুট পুনর্গঠনের হওয়ার দিকটি ক্রমেই ফুটে উঠছে।