কাশ্মীরি তরুণ-যুবকদের মাঝে ব্যাপক প্রভাব ফেলায় বুরহান ওয়ানির মাথার মূল্য ১ মিলিয়ন (১০ লাখ) রুপি ঘোষণা করেছিল হিন্দুত্ববাদী ভারত সরকার। অবশেষে ৮ জুলাই ২০১৬-এ বুরহান ওয়ানির অবস্থান খুঁজে পায় ভারতীয় দখলদার বাহিনী। কাশ্মীরের কোকেরনাগ জেলার বুমডোরা গ্রামে তাঁর খোঁজে অভিযান চালায় দখলদার ভারতীয় বাহিনী। শুরু হয় কঠিন লড়াই, লড়াইয়ের এক পর্যায়ে শাহাদাত বরণ করেন বীর যোদ্ধা বুরহান ওয়ানি ও তাঁর দুই ঘনিষ্ঠ সাথী।
বুরহান ওয়ানির শাহাদাতের পর কাশ্মীরের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে দখলদার ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। শহীদ বুরহান ওয়ানির জানাজায় প্রায় ২ লাখ মানুষ অংশ নেন। তাঁর শাহাদাতের পর কয়েক মাস ধরে চলে কাশ্মীর জুড়ে তীব্র সংঘর্ষ। এতে বহু মানুষ প্রাণ হারান, অনেকেই আহত হন।
তাঁর শাহাদাতের মধ্য দিয়ে কাশ্মীর প্রতিরোধ যুদ্ধে শুরু হয় নতুন এক বিপ্লব। ভারত ভেবেছিল বুরহান ওয়ানির শাহাদাতের মধ্য দিয়ে প্রতিরোধ যুদ্ধ অস্তমিত হয়ে যাবে। কিন্তু বুরহান ওয়ানির শাহাদাতের বছরই সর্বোচ্চ সংখ্যক যুবক প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন।
