
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা সরবরাহ বাড়ানোর প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে।স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এ ভোট অনুষ্ঠিত হবে।এ ধরনের প্রস্তাবে সাধারণত যুক্তরাষ্ট্র বিরোধিতা করে।তারপরও সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে প্রস্তাবটি পাশ করার চেষ্টা করা হচ্ছে।খবর বার্তা সংস্থা এফপির।
ইসরাইলের দুই বছরের সামরিক আগ্রসনের কারণে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে ঘোষণা করে জাতিসংঘ।এরপর গত আগস্টের শেষের দিকে বর্তমান খসড়া প্রস্তাবের ওপর আলোচনা শুরু করে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্য দেশ
এই প্রস্তাবে গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার পাশাপাশি ‘দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক,নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি’ এবং একইসঙ্গে জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। এর আগে আরেকটি খসড়া প্রস্তাবে শুধু মানবিক সহায়তার ওপর জোর দিয়েছিল,যা কিছু সদস্য রাষ্ট্র যথেষ্ট মনে করেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র এরআগে একাধিকবার এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।গত জুনে ইসরাইলকে সমর্থন করার জন্য ভেটো ক্ষমতা ব্যবহার করে ওয়াশিংটন।