ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, উপমহাদেশের মুসলমানদের আজাদি আন্দোলনের প্রাণ পুরুষ, আমাদের নেতা খাজা সলিমুল্লাহর কবর জিয়ারত করতে গিয়েছিলো ডাকসুর নব-নির্বাচিত ভিপি সাদিক কায়েম।
ফ্রেমে বাঁধিয়ে রাখার মত একটা ছবি।
উপমহাদেশের মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক মুক্তির স্বপ্ন বীজ বোনা এই মহান ব্যক্তিত্বকে বছরের পর বছর শাহাবাগি-ভারতপন্থী এস্টাবলিশমেন্ট সাংস্কৃতিক সন্ত্রাস চালিয়ে আমাদের পাবলিক ডিসকোর্স থেকে বাত্য করে রেখেছিলো।
খাজা সলিমুল্লাহ উপলব্ধি করেছিলেন পূর্ব বাংলার মুসলমানদের জন্য একটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, যা তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির ভিত্তি গড়ে তুলবে, সেই লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ঢাবি। সেই ঢাবি দখল করে কলিকাতার হারবোলারা জন্মলগ্নের নিহিত মুসলমান স্বাতন্ত্র্যবোধ, আজাদি আন্দোলন, এবং নবাব সলিমুল্লাহকে প্রায় বিস্মৃত করে ফেলে।
এই প্রেক্ষাপটে ডাকসু ভিপি সাদিক কায়েমের খাজা সলিমুল্লাহর কবর জিয়ারত শুধু দোয়া না, একটা আইকোনিক রাজনৈতিক পরিবর্তন। এটি কেবল একজন নেতাকে স্মরণ নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ঐতিহ্যকে পুনরুদ্ধারের…
