জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে দেড় মাসে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এনআইডি অনুবিভাগ, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র ও জেলা নির্বাচন অফিস এবং থানা-উপজেলা নির্বাচন অফিসগুলোকে এ বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের মাসিক সমন্বয় সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, ভোটার হওয়ার পর এনআইডি হাতে পেতে কিছু সময় লাগে। হাতে পেয়ে অনেকে দেখেন তার আইডিতে ভুল রয়েছে। এই ভুল সংশোধনের আবেদন নিষ্পত্তিতে সময় লাগে এক-দুই বছর। ক্ষেত্রবিশেষে আরো বেশি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধনের আবেদন থেকে নিষ্পত্তি পর্যন্ত সময় লাগবে ৪৫ দিন। কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা, নাগরিকের ভোগান্তি ও হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে যুগোপযোগী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটার হওয়ার সময় নাগরিকের হলফনামা সংক্রান্ত ব্যক্তিগত তথ্যসংবলিত নিবন্ধন ফরম-২কে আমলে নিয়ে আইডি সংশোধনের জন্য নির্দেশনায় বলা হয়েছে।
