উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩৯০ বস্তা সার একটি ট্রাকসহ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা কোটবাজার ভালুকিয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৩১০ বস্তা টিএসপি ও ৮০ বস্তা এমওপি। অভিযানের সময় সারগুলো একটি ট্রাকে লোড করা অবস্থায় পাওয়া যায়। এগুলো বৈধ কোনো কাগজপত্র ছাড়াই মজুত করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই সারগুলো স্থানীয় কোনো বৈধ ডিলারের মাধ্যমে আনা হয়নি। অভিযানে ধরা পড়া ব্যক্তি ডিলার জাহেদ, কোনো সরকারি বরাদ্দপত্র বা বৈধ কাগজ দেখাতে পারেননি। জানা যায়, তিনি চট্টগ্রামের এক কালোবাজারীর কাছ থেকে এসব সার অবৈধভাবে ক্রয় করে কোটবাজারে এনে মজুত করছিলেন। গোয়েন্দা সূত্র বলছে, চলতি বছরে বিভিন্ন সময়ে মিয়ানমারে এসব সার পাচারের চেষ্টাও হয়েছে।
