খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে নেয়ায় এক রোগীর মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হাসপাতাল প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গঠিত কমিটির সভাপতি করা হয়েছে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোয়াজ্জেম হোসেনকে। সদস্য সচিব তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান। সদস্যরা হলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হোসেন আলী, সেবা তত্ত্বাবধায়ক রেবেকা বানু এবং প্রশাসনিক কর্মকর্তা জীএম ইকতিয়ার উদ্দিন।
হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কর্মী, ওয়ার্ডের নার্সিং ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছে। পরিচ্ছন্ন কর্মী দাবি করেছে, রোগীর স্বজনই অক্সিজেন খুলে রেখেছিল। পরে অন্য রোগীর প্রয়োজনে তা নেয়া হয়। তবে তদন্তে যার দায় প্রমাণিত হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কর্মীকে আপাতত হাসপাতালের কাজে নিষিদ্ধ করা হয়েছে।
