মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জুলাই সনদ খসড়া অসম্পূর্ণ :জামায়াতে ইসলামি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে এই সনদ বাস্তবায়নের প্রস্তাবকে বিপজ্জনক বলেও মনে করছে দলটি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের আলোচনার বিরতিতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ মন্তব্য বলেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘‘এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। আজকে তারা বলছে, এটা একটা নমুনামাত্র, যা ভুল হয়েছে। যদি সেটাই হয়, তাহলে মন্তব্যেরও কোনো দরকার নেই। তবে যদি সেটাই মূল কথা হয়, তাহলে একে গ্রহণ করা যাবে না।’’

জামায়াত নিজস্ব একটি খসড়া সনদ তৈরি করে কমিশনে জমা দেবে জানিয়ে তিনি বলেন, ‘‘সংলাপে যেসব বিষয়ে একমত হচ্ছি, সেগুলো বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে। এর দুটি পথ থাকতে পারে- ১. অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত পার্লামেন্টে তা অনুমোদন ও ২. গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া।’’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘‘আমরা যেকোনো একটি পদ্ধতিতে এই কাঠামোকে আইনগত বৈধতা দিতে চাই। আমরা ঐকমত্যের পক্ষে কিন্তু সেটা হতে হবে কার্যকর এবং আইনি কাঠামোর মধ্যে। অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে বলে।”

তত্ত্বাবধায়ক সরকারের গঠনপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা একমত হয়েছি যে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, এখানে প্রায় সবাই একমত, একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে।’’

সর্বশেষ - ধর্ম