বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের আয়োজনে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ ১২ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৩০ ঘটিকায় ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার মহোদয় রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ফোর্স নির্দিষ্ট সময়ের পূর্বেই পরিস্কার পরিছন্নতার সাথে পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে ইউনিফর্ম পরিধান করতঃ প্যারেড গ্রাউন্ডে হাজির থাকা এবং অর্পিত দায়িত্ব বিচক্ষণতার সাথে সঠিকভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, রিক্রুটমেন্ট এ সহযোগীতার সংশ্লিষ্টতা অথবা স্বজনপ্রীতি পরিলক্ষিত হল তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করেন।
প্রার্থীদের সম্পর্কে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে। এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
আগামী ১৩, ১৪ ও ১৫ আগস্ট ২০২৫ তারিখ প্রতিদিন সকাল ০৮:০০ ঘটিকা হতে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নারী ও পুরুষ পৃথক লাইনে সকাল ০৮:০০ টার পূর্বেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম, পরিধেয় বস্ত্র ব্যতিত সবকিছু পুলিশ লাইন্সের নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীর মধ্যে থেকে প্রতিটি ইভেন্টে প্রতিযোগীতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুর; জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) ঝিনাইদহসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসা
চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সঠিক ও নির্ভুলভাবে করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের আয়োজনে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ ১২ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৩০ ঘটিকায় ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার মহোদয় রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ফোর্স নির্দিষ্ট সময়ের পূর্বেই পরিস্কার পরিছন্নতার সাথে পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে ইউনিফর্ম পরিধান করতঃ প্যারেড গ্রাউন্ডে হাজির থাকা এবং অর্পিত দায়িত্ব বিচক্ষণতার সাথে সঠিকভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, রিক্রুটমেন্ট এ সহযোগীতার সংশ্লিষ্টতা অথবা স্বজনপ্রীতি পরিলক্ষিত হল তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করেন।
প্রার্থীদের সম্পর্কে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে। এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
আগামী ১৩, ১৪ ও ১৫ আগস্ট ২০২৫ তারিখ প্রতিদিন সকাল ০৮:০০ ঘটিকা হতে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নারী ও পুরুষ পৃথক লাইনে সকাল ০৮:০০ টার পূর্বেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম, পরিধেয় বস্ত্র ব্যতিত সবকিছু পুলিশ লাইন্সের নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীর মধ্যে থেকে প্রতিটি ইভেন্টে প্রতিযোগীতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুর; জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) ঝিনাইদহসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার গণ।