আলী হোসেন ( কুমারখালী ) কুষ্টিয়াঃ কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আইসিটি ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ই আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় পৌর শহরের আল-ফালাহা মিলনায়তনে দলের উচ্চশিক্ষিত নেতাকর্মীদের নিয়ে এই কর্মশালা শুরু হয়। কর্মশালার শুরুতে কোরআন তেলওয়াত করেন, জামায়াত নেতা কে এম ফজলুল হক । উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহার মোমিন।
পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল হোসেনের সঞ্চালনায় এসময় সার্বিক দিক নির্দেশনা মূলক আলোচনা করেন, সাবেক ছাত্রনেতা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর ও কুষ্টিয়া – ৪ ( কুমারখালী – খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুনুর রশীদ । আইসিটি ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, মনিরুল ইসলাম মাস্টার সহ পৌর জামায়াতে ইসলামীর নেতা আকমাল হোসেন মোল্লা, রবিউল ইসলাম রবি, ফরিদ উদ্দিন, পৌর যুবনেতা সাংবাদিক মাসুদ রানা সহ স্হানীয় নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের তত্তাবধানে আইসিটি ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালায় কুমারখালী উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উচ্চশিক্ষিত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
