সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবি হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও বিপর্যয় ঠেকাতে পারেনি দলটির নীতিনির্ধারকরা। জাকসু নির্বাচনে প্রাপ্ত ভোটের অঙ্কে চতুর্থ নম্বরে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীরা। ২১টি ভোটকেন্দ্রের একটিতেও জয় পাননি তারা। এমনকি কোনো কোনো হলকেন্দ্রে মাত্র সাতটি ও আটটি ভোট পাওয়ার ঘটনা রয়েছে। একই অবস্থা এজিএস (পুরুষ) ও এজিএস (নারী) পদের দুই প্রার্থীরও। দলটির প্রার্থীরা জাকসুর ২৫টি পদের একটিতেও জয় পাননি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র রাজনীতিতে যুক্ত এমন শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, অভ্যন্তরীণ কোন্দল, সঠিক প্রার্থী বাছাইয়ে ব্যর্থতা ও নেতিবাচক ইমেজের কারণে জাকসুতে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

ভিপি পদে ছাত্রদলের প্রার্থী মো. শেখ সাদী হাসান চতুর্থ অবস্থানে রয়েছেন। এ পদে সাত হাজার ৯৭০টি ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৬৪৮টি। নওয়াব ফয়জুন্নেসা হলে মাত্র সাতটি ও আলবেরুনি হলে ১০টি ভোট পেয়েছেন তিনি। ২১নং ছাত্র হলে সর্বোচ্চ ৫৪টি ভোট পেয়েছেন।

অপরদিকে জিএস পদে ছাত্রদলের প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ৯৪১ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। তিনি মেয়েদের আবাসিক হল জাহানারা ইমাম হলে মাত্র আট ভোট পেয়েছেন। এ পদে বাগছাস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম এক হাজার ২৩৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ৩৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছাত্রশিবিরের মো. মাজহারুল ইসলাম।

নির্বাচনে এমন ভরাডুবির জন্য ছাত্রদলের অভ্যন্তরীণ গ্রুপিংকে বড় কারণ বলে জানিয়েছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী। তারা বলেন, দলাদলির কারণে জনপ্রিয় নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। প্যানেল দেরিতে ঘোষণা করায় প্রচারণার জন্য বেশি সময় পাওয়া যায়নি। এছাড়া জাতীয়ভাবে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তার প্রভাবও পড়েছে এ নির্বাচনে।

ছাত্রদল সূত্র জানিয়েছে, জাকসু নির্বাচনের আগে কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ সংকট প্রকট আকার ধারণ করে। ১৭ আগস্ট ক্যাফেটেরিয়া এলাকায় এবং ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুগ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এছাড়া ৮ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বর্ধিত ও হল কমিটি গঠনের পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হল কমিটিতে রাখা হয় সাবেক ছাত্রলীগ কর্মী, মাদক ও ছিনতাইয়ে অভিযোগে বহিষ্কৃত, ভ্রুণ হত্যার অভিযোগে অভিযুক্তসহ নানা বিতর্কিত ব্যক্তিদের। কমিটি ঘোষণার পর ওইদিন রাতেই প্রতিবাদ মিছিল বের করেন শাখা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ প্রতিবাদের পর প্রায় ১ সপ্তাহের বেশি সময় ধরে ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ছাত্রদলের শীর্ষ ‘সুপার ফাইভ’ নেতারা।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

শিক্ষার্থী কেমন স্বাস্থ্যের অধিকারী দেখারা জন্য রাতে দিতেন ভিডিও কল

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

কাশ্মীর প্রতিরোধ যুদ্ধের অন্যতম বীরযোদ্ধা শহীদ বুরহান ওয়ানির ৯ম শাহাদাৎবার্ষিকী গেল গত ০৮ জুলাই

যাত্রাবাড়ি আশাদুল হক হত্যা মামলায় তৌহিদ আফ্রিদী ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে

সংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

রাজশাহী বিদ্যালয় অ্যালামনাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

সাত বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: ড. হেলাল উদ্দিন