পূর্ব তিমুরে আইনপ্রণেতাদের বিনামূল্যে বিলাসবহুল গাড়ি দেয়ার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের মুখে গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি পূর্ব তিমুর। মঙ্গলবার রাজধানী দিলিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। প্রথমে সংসদ সদস্যদের জন্য ৪ দশকি ২ মিলিয়ন মার্কিন ডলারের বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করার দাবি নিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে সংসদ সদস্যদের জন্য আজীবন পেনশন সুবিধাসহ আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
