মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু রয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে চীনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক ঝড় ও টানা বৃষ্টিতে সাবাহ গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে।
এদিকে মালয়েশিয়ায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রায় ১৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল সাবাহ রাজ্যেই ভূমিধসের অন্তত ৩০টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে বহু সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে একই রাজ্যে ভয়াবহ বন্যায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছিল এবং বহু ভবন পানিতে তলিয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক এই ভূমিধসকেই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাণঘাতী দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
