ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্কারোপ করায় দু’দেশের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। এরপর যুক্তরাষ্ট্র দক্ষ কর্মী ভিসা ফি বৃদ্ধি করায় আরো বেকাদায় পড়েছে ভারত। এমন পরিস্থিতিতে নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর হিন্দুস্তান টাইমসের।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই উচ্চ পর্যায়ের বৈঠক হবে। রুবিও ও জয়শঙ্করের সবশেষ বৈঠক হয়েছিল গত জুলাইয়ের শুরুতে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাণিজ্য শুল্ক নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের চিড় ধরার পর, এটাই হবে এই দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক।
