আলী হোসেন ( কুমারখালী ) কুষ্টিয়াঃ মিষ্টি মিষ্টি কথা বলে জনগণের ভোট নেয় ; জনপ্রতিনিধি হয় অথচ ভোটের পর সেই জনপ্রতিনিধির খোঁজ থাকেনা। সমাজের মানুষ এখনো অবহেলিত, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
গনতন্ত্রের পথ চলা পাঁচ দশক হলেও প্রকৃত গনতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও আইনের শাসন এখনো প্রতিষ্ঠা পায়নি। এটা একটা জাতির জন্য খুবই দুঃখজনক। এখন সময় এসেছে নতুন কিছু করার, নতুন করে স্বপ্ন দেখার, নতুন বাংলাদেশ গড়ার।
৬ ই সেপ্টেম্বর শনিবার সকালে পৌর শহরের ৩ নং ওয়ার্ডে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন, কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন। তিনি এসময় আরো বলেন, আমি গরীব মেহনতী মানুষের প্রার্থী। আমি আপনাদের সেবক হয়ে পাশে আছি ; থাকবো ইনশাআল্লাহ।
গণসংযোগ চলাকালে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তাদের ব্যাক্তিগত ও পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন। সুখে দুঃখে পাশে থাকার আশা ব্যক্ত করেন।
সকালে গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, সেক্রেটারি কামাল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর নেতা আকমাল হোসেন মোল্লা, রবিউল ইসলাম রবি, এম এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানা সহ স্হানীয় নেতৃবৃন্দ।
