জায় আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো ও অ্যান্ডোরা। সোমবার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ইসরাইলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘের এক সম্মেলনে দেশগুলো এ স্বীকৃতি দেয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশগুলোর এ স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় যাওয়ার ভিসা না পাওয়ায় সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন মাহমুদ আব্বাস। সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, ‘জাতিসংঘ সনদের বৈধতার অনুসরণে ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে এসব স্বীকৃতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।’