মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে না দেয়, তাহলে দেশটির জন্য ‘খারাপ কিছু’ অপেক্ষা করছে। বিমান ঘাঁটিটি পুনরুদ্ধারের জন্য সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্থানীয় সময় শনিবার ট্রাম্প তার সামজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লেখেন ‘যদি আফগানিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।
তবে দেশটি কী পরিণতির মুখোমুখি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
এরআগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন যে প্রশাসন আফগানিস্তানে সাবেক মার্কিন বিমানঘাঁটি বাগরাম তালেবানদের কাছ থেকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে।
ট্রাম্প বলেন, ‘আমরা এটি ফেরত পেতে চাই। আমরা সেই ঘাঁটিটি চাই, কারণ এর অবস্থান অত্যন্ত কৌশলগত- চীনের খুব কাছেই।
