সোহাগ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ।
ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সরকারি কলেজের সামনে এ বিক্ষো*ভ হয়।
বিপ্লবী ছাত্র-সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেই স্বপ্নে ছোবল দিয়েছে এক শকুনের দল, যারা ফের খামচে ধরেছে বাংলাদেশের পতাকা। রাজনীতির আড়ালে যারা খুন, গুম, ধর্ষণ করছে, দায় সংশ্লিষ্ট দলকেই নিতে হবে।বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সোহাগসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, আপনি লন্ডন থেকে নির্দেশনা দিচ্ছেন, কিন্তু মাঠে আপনার নেতাকর্মীরা সে নির্দেশনা মানছে না। আপনি দ্রুত দেশে এসে জনগণের পাশে দাঁড়ান।
