মব সৃষ্টি করে ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মহানগরীর চান্দনা চৌরাস্তায় তারা ওই কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে ৭ দফা দাবি জানায়। দেড় ঘণ্টার পর পুলিশের অনুরোধে রাত পৌনে ৮টার দিকে অবরোধ তুলে নেয়।
জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর শিমুলতলী সড়কের সিটিটি মোড় থেকে মিছিল নিয়ে ডিপ্লোমা শিক্ষার্থীরা সিটিটি মোড়ে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তায় গিয়ে ঢাকা-ময়মসসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্পর্শকাতর সরকারি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক ৩ দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অন্যথায় তারা দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং পাঁচ লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। পরে তারা ৭ দফা দাবি পেশ করেন।
৭ দফার মধ্যে রয়েছে উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ, সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের হার ১:৫, ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি ইত্যাদি।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি শাহীন খান জানান, অবরোধের কারণে ঘণ্টাখানেক মহাসড়ক বন্ধ ছিল।
রাত পৌনে ৮টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যায়।
