নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর শান্তিপুর মেঘনানদী বেষ্টিত এলাকায় বালু লুটের মহোৎসব চলছে। নরসিংদী জেলার কোথাও ইজারাকৃত বৈধ কোনো বালু বহাল না থাকলেও জেলার বেশ কয়েকটি স্পটে চলছে বালু লুট। তার মধ্যে উল্লেখযোগ্য রায়পুরা উপজেলার মির্জারচর শান্তিপুর। সম্প্রতি ৫ই জুলাই ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বালু লুট বন্ধে প্রতিবাদসভা ও মানববন্ধন করলে প্রকাশ্যেই বালু লুটকারীরা তাদের ওপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে হামলা চালান। এর আগে ১৬ জানুয়ারি ও ১৯শে মে দুই দফায় বালু লুটকারীরা অবৈধ বালু উত্তোলন এলাকায় অভিযানে গেলে রায়পুরা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর উপুর্যুপরি হামলা চালান। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতংক। বালু লুটকারীদের বিরুদ্ধে কেউ-ই মুখ খুলতে চান না। প্রশাসন ও এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হয়নি কোনো মামলা। এ সুযোগে ভয়াবহ বেপরোয়া হয়ে ওঠেছেন লুটকারীরা। কিন্তু এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নির্বিকার।
