সিঙ্গাপুর ঘোষণা করেছে, তারা ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর নেতাদের ওপর লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞা আরোপ করবে এবং উপযুক্ত পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার সংসদে দেওয়া এক বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এ তথ্য জানান।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের কিছু রাজনীতিবিদের পশ্চিম তীর ও গাজা সংযুক্ত করার হুমকি ও ‘ইওয়ান’ বসতি প্রকল্পের মতো উদ্যোগ দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করছে। সিঙ্গাপুর এসব কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ইসরাইলকে বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
নিষেধাজ্ঞাগুলোর বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান বালাকৃষ্ণান। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির জন্য একটি কার্যকর ও দায়িত্বশীল ফিলিস্তিনি সরকার গঠনের প্রয়োজন, যা ইসরাইলের অস্তিত্ব স্বীকার করবে এবং সন্ত্রাসবাদ ত্যাগ করবে।
