জেলা প্রতিনিধি, পটুয়াখালী

নির্যাতনের শিকার শিক্ষার্থী গলাচিপা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে তার বাবাকে (৭০) নিয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার সময় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, ‘বাবার স্লুইস বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি বাবাকে সহযোগিতা করেন। বুধবার দুপুরে স্থানীয় বিএনপির নেতা রেজাউল মাতব্বরের ছেলে সায়মুন মাতব্বর (২৩) তাকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তার প্রতিবাদ করায় সায়মুন লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় বাবা প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এরপর সায়মুনের সঙ্গে যোগ দেন চরমন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিঠুন। হামলার সময় সায়মুন ও মিঠুন তার ওড়না এবং বাবার লুঙ্গি টেনে খুলে নেয়। প্রায় আধা ঘণ্টা ধরে মারধরের কারণে তাদের শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। এতে তিনি একটি চোখ দিয়েও দেখতে পাচ্ছেন না’।