প্রতীক হিসেবে শাপলাকেই চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে ইসি দলটিকে প্রতীক হিসেবে শাপলা দিতে নারাজ। কিন্তু এনসিপির দাবি, তাদের শাপলাই দিতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বদলে দলটির কার্যক্রম এখন প্রতীক আদায়ের আন্দোলনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এমনকি পছন্দের প্রতীক না পেলে ইসির নিবন্ধন না নেওয়ার মতো কঠিন বার্তাও দিয়েছে দলটি। ফলে বলা যায়, এ ইস্যুতে দলটির লড়াই সহসা থামছে না।
খোঁজ নিয়ে জানা যায়, এনসিপি দল হিসেবে নিবন্ধনের জন্য যখন ইসিতে আবেদন করেছিল, তখন প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছিল। বাকি দুটির বদলে এখন শুধু শাপলাতে আটকে থাকায় এক জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে ইসি ও এনসিপি দুপক্ষই। রেওয়াজ আছে, ইসির নিবন্ধনযোগ্য একটি দল প্রথমে কোনো প্রতীক পছন্দ করলে সেটি অগ্রাধিকার অনুযায়ী ওই দলটিই পাবে। এনসিপির আগে শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য। কিন্তু ইসি তাদের প্রতীকটি তখন বরাদ্দ দেয়নি। এ বিষয়ে এনসিপিকে কমিশন ব্যাখ্যায় এ কথা জানিয়েছে, তবে এ ব্যাখ্যা মানতে নারাজ দলটি।