বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভারত কখনও বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা বন্ধু হলে আমাদের স্বার্থের প্রতি খেয়াল থাকতো। ভারত ফারাক্কা ও গজলডোবার বাদ দিয়ে আমাদের নদীগুলোকে শুকনো মৌসুমে মরুভূমি বানিয়ে দেয়। আবার বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তলিয়ে দেয়। এখনও আমরা তিস্তা নদীর ন্যায্য হিস্যা পাইনি। খরার সময় তিস্তা নদী দিয়ে গরুর গাড়ি চলে। তারা আন্তর্জাতিক নদী আইন মানে না। ভারত সবসময় তাদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে তারা শুধু নিতে জানে দিতে জানে না। ভারত আমাদের বন্ধু হলে অবশ্য অবশ্যই আমাদের স্বার্থগুলো দেখতো। বাংলাদেশের কোনো ক্ষতি করত না।
